দক্ষিণ চীন সাগরে বিমানবাহী চীনা যুদ্ধজাহাজের মহড়া

লেখক:
প্রকাশ: ৪ years ago

দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ। এটি রুটিন মহড়া বলে উল্লেখ করেছে দেশটির সামরিক বাহিনী। দক্ষিণ চীন সাগর এলাকায় যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরাজমান প্রচণ্ড সামরিক উত্তেজনার মধ্যেই এই মহড়া চালানো হলো।

চীনের পিপলস লিবারেশন আর্মি রোববার (২ মে) এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং দক্ষিণ চীন সাগরের পানিতে নিয়মিত মহড়া চালিয়েছে।

বার্ষিক কর্ম পরিকল্পনার আওতায় এ মহড়া চালানো হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি শানডং জাহাজ হচ্ছে চীনের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ যা ২০১৯ সালে সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে।

মহড়ার পক্ষে যুক্তি দেখিয়ে পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র গাও জিউচেং বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানো সম্পূর্ণভাবে বৈধ ও লাভজনক।

তিনি বলেন, চীন আশা করে বিশ্ব এই মহড়াকে ইতিবাচক ও যৌক্তিক অবস্থান থেকে দেখবে। নির্ধারিত সময়সূচি অনুসারে চীন এ ধরনের মহড়া অনুষ্ঠান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।