দক্ষিণাঞ্চলের ৫ ‍আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

:
: ৬ years ago

দক্ষিণাঞ্চলের ৫টি ‍আসনে অপ্রতিদ্বন্দ্বী রয়েছে ৫টি ‍আসন। ‍এই পাঁচটি ‍আসনে ‍আওয়ামীলীগ, বিএনপি ‍এবং জাতীয় পার্টি (জেপি) অপ্রতিদ্বন্দ্বী হিসেবে জয়লাভ করে ‍আসছে।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর চারটি নির্বাচনেই আওয়ামী লীগ পটুয়াখালী-৩, পটুয়াখালী-৪ ‍আসনে বিজয়ী হয়েছিল। এই আসনগুলিতে ২০১৪ সালের একতরফা নির্বাচনেও আওয়ামী লিগ জয় পেয়েছিল।

অন্যদিকে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর চারটি নির্বাচনেই বরিশাল-৫ ‍আসনে প্রতিবারই জয় পায় বিএনপি।

‍এছাড়া বরিশাল-৩ ‍আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি একটানা তিনবার জয়ী হয়েছিল।

অন্যদিকে জাতীয় পার্টি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত একটানা তিনবার পিরোজপুর-২ ‍আসনে জয়ী হয়েছিল।

সেই হিসেবে ‍এই ‍আসনগুলো অপ্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত হয়।আসনগুলো নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে আওয়ামীলীগ, বিএনপি ‍এবং জাতীয় পার্টি (জেপি)‘র নেতৃবৃন্দ।