দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হচ্ছে

লেখক:
প্রকাশ: ৩ years ago

শরণখোলার রায়েন্দা ও মঠবাড়ীয়ার বড়মাছুয়ার মধ্যে ফেরী চালুর দাবি করেছেন দক্ষিণাঞ্চলবাসীর। এ ফেরী চালু হলে অল্প সময়ে মানুষজন খুলনা, মোংলা, বরিশাল, পিরোজপুর ও কুয়াকাটায় যাতায়াত করতে পারবেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) শরণখোলার সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সরকার বলেশ্বর নদীর দুই পাড়ের রায়েন্দা ও বড়মাছুয়ায় ফেরিঘাট অনুমোদন করেন।

সম্প্রতি দুই ঘাটে ফেরীর গ্যাংওয়ে পন্টুন স্থাপন করেছে। ইতোমধ্যে একটি ফেরী চলে এসেছে। মানুষ আশায় বুক বেঁধে আছেন কবে তাদের স্বপ্নের ফেরী চালু হবে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন বলেন, প্রমত্তা বলেশ্বর নদী পারাপারের জন্য মঠবাড়ীয়ার বড়মাছুয়া ও শরণখোলার রায়েন্দায় ইতোমধ্যে ফেরীঘাট ও পন্টুন স্থাপনসহ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে এবং একটি ফেরী আনা হয়েছে।

স্থানীয় জাতীয় সংসদ সদস্যর সঙ্গে আলাপ করে আগামী ১০ নভেম্বর ফেরী চলাচলের উদ্বোধন করার প্রাথমিক কাজ তারা শুরু করেছেন বলে নির্বাহী প্রকৌশলী জানান।