মাদারীপুরের ডাসার উপজেলার ১৪৫ নং পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তমা রায় ভারতে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পাঁচজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষিকা তমা রায় চলতি বছরের ২৩ মার্চ থেকে অনুপস্থিত। এছাড়া এক সহকারী শিক্ষিকাও চিকিৎসাজনিত কারণে ছুটিতে রয়েছেন। শতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
সোমবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে তমা রায়ের গ্রামের বাড়িতে গেলে তার পরিবারের কারও খোঁজ মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানান, ওই শিক্ষিকা সপরিবারে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল হাসান বলেন, ‘খবর নিয়েছি শিক্ষিকা তমা রায় সপরিবারে ভারতে চলে গেছেন। কিন্তু তিনি চাকরি ছেড়ে যাননি।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় সরকার বলেন, ‘গত ২৩ মার্চ চিকিৎসার কথা বলে চলে যাওয়ার পর থেকে প্রধান শিক্ষিকা আর স্কুলে আসেননি। তিনি কোনো ছুটির দরখাস্তও করেননি। তার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছি কিন্তু তার কোনো খোঁজ পাইনি।’
তিনি আরও বলেন, ‘ওই শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। এ বিষয়ে আমরা শিক্ষা অফিসকে জানিয়েছি।’
সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা বিদ্যালয়টি বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং এখন পর্যন্ত তিনটি শোকজ পাঠিয়েছি। আমরা এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।’
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, ‘প্রধান শিক্ষিকার ছয় মাস ধরে অনুপস্থিতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com