থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে সালমারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

ভারত ও পাকিস্তানের পর আজ থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। ভারত ও পাকিস্তানের তুলনায় থাইল্যান্ড অনেকটা সহজ প্রতিপক্ষ। তাই তাদের বিপক্ষে জয় ছিল প্রত্যাশিত। একরকম হেসেখেলেই ৯ উইকেটে জিতেছে সালমারা।

বৃহস্পতিবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিং করতে নেমে শুরু থেকেই থাইল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা।

বাংলাদেশি মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬০ রানে আটকে যায় থাইল্যান্ডের ইনিংস। নাহিদা আক্তার ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে ২ উইকেট নিতে খরচ করেন মাত্র ৬ রান। ৪ ওভারে ৯ রান খরচায় ১ উইকেট নেন ফাহিমা খাতুন।

রান তাড়া করতে নেমে শামীমা সুলতানা ৮ রান করে ফিরে গেলেও অপরাজিত ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আয়েশা রহমান এবং নিগার সুলতানা। উভয়েই অপরাজিত থাকেন ২৫ রানের ইনিংস খেলে।

ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সালমা খাতুন।

৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। আগামী ৯ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে সালমারা।  মালেয়েশিয়াকে হারাতে পারলে ফাইনালে চলে যাবে বাংলাদেশ।