অবশেষে বিয়ের পর্বটা সেরে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। কনের নাম জান্নাতুল ফেরদৌস জারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এই অভিনেতা। এর আগে ওইদিন দুপুরেই ঘরোয়া ভাবে তাদের আকদ হয়েছে।
বিয়ের সাজে তৌসিফ পরেছিলেন অফ-হোয়াইট শেরওয়ানি আর জারা পরেছিলেন জমকালো লাল লেহেঙ্গা। এই দু’জনার প্রেম অনেক দিনের। জারা লেখাপড়া করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিবিএ বিভাগে। তৌসিফ জানিয়েছেন, সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই বিয়ের কথাবার্তা ঠিক হয়।
বিয়েতে উপস্থিত ছিলেন তৌসিফ ও জারার পরিবারের কাছের আত্মীয় এবং বন্ধুরা। সেই সঙ্গে এক ঝাঁক তারকা এবং মিডিয়ার অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি পার্টি সেন্টারে তৌসিফ-জারার গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে। গতকাল ছিল বিয়ে। বাকি আছে শুধু বৌভাত। বৌভাতের আয়োজন থাকছে ১২ ফেব্রুয়ারি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com