তৃতীয় সন্তানের বাবা হলেন কিম জং উন

লেখক:
প্রকাশ: ৮ years ago

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে কয়েকমাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি।

সংবাদ সংস্থা ইয়ুনহাপ দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ফাষ্ট লেডি রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে।

গত বছর দীর্ঘ সময় ধরে রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয় তিনি গর্ভবতী। জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল।

এর আগের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই ২০০৯ সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান।