তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পে মাশরাফি

লেখক:
প্রকাশ: ৭ years ago

নড়াইলের তৃণমূল থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি মাশরাফি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

জানা যায়, মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে গড়ে ওঠা ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় তৈরির জন্য সম্প্রতি বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

বাছাইকৃত ৮৩ জন ক্ষুদে ক্রিকেটার, ৭৮ ফুটবলার ও ৬০জন ভলিবল খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে প্রতিভাবান প্রশিক্ষণ ক্যাম্প।

শুক্রবার বিকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজা। এখান থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবলে ২৫ জন করে খেলোয়াড় চূড়ান্ত করা হবে। তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে।