তুষারের ১০ হাজার রান

লেখক:
প্রকাশ: ৭ years ago

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক রানের মালিক কে? স্যার জ্যাক হবস। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কত রান করেছেন? অভিশ্বাস্য হলেও সত্যি, ৬১৭৬০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ হাজারের উপর রান আছে আরও তিন ক্রিকেটারের। ফ্রাঙ্ক উলি ৫৮৯৫৯, প্যাটসি হেনড্রেন ৫৭৬১১ এবং ফিল মিড ৫৫০৫১ রান। জ্যাক হবস কিংবা বাকি তিনজনের রেকর্ড ভাঙবে কি না, ভবিষ্যৎ বলবে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুয়েছেন জাতীয় ক্ষণ গণনা চলছিল বিসিএলের আগের রাউন্ড থেকেই। সেই ম্যাচে থমকে গিয়েছিলেন খুব কাছে গিয়েও। এবার ফুরাল অপেক্ষা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তুষার ইমরান। বছরের প্রথম লঙ্গার ভার্ষান লিগ শুরুর সময়েই বিষয়টি আলোচনায় উঠে এসেছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তুষারের ১০ হাজার রানের মাইল ফলক গড়তে প্রয়োজন মাত্র ১৪০ রান। ফর্মের শিখরে থাকা তুষারের জন্য যা সময়ের বিষয়। সেটাই করলেন বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে। বিকেএসপিতে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের পক্ষে এই মাইল ফলকটি গড়েন। দক্ষিণাঞ্চলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান প্রথম রাউন্ডে ১০৫ রানের ইনিংস খেলে ভিত ঠিক করে নিয়েছিলেন। গতকাল সেই মাইলফলকটি গড়েন টানা তিন বাউন্ডারিতে। ১৫৪ ম্যাচের তুষারের রান কাটায় কাটায় ১০০০০।