অতীতের ভুলভ্রান্তি চিহ্নিত করে তিন সিটি করপোরেশনে (রাজশাহী, বরিশাল ও সিলেট) অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
তিনি বলেন, অতীতের ভুলভ্রান্তি চিহ্নিত করে আমরা তিন সিটি করপোরেশনে (রাজশাহী, বরিশাল ও সিলেট) অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। একই সঙ্গে আমরা গাজীপুরের নির্বাচন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতাও নিরূপণ করছি।
ইসি মাহবুব বলেন, সদ্য সমাপ্ত খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে। শতভাগ সুষ্ঠু নির্বাচনের দাবি ইসি করছে না। গাজীপুরের নির্বাচনে কোথাও ২০ শতাংশ আবার কোথাও ৮০ শতাংশ ভোট পড়ার বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছিল, তা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাকে দায়িত্ব দিয়েছেন। এটা নিয়ে তিনি কাজ করছেন।
মাহবুব তালুকদার বলেন, অতীতের ভুলগুলো চিহ্নিত করে ইসি ভবিষ্যতের পথ চলতে চায়। খুলনা ও গাজীপুরের বিভিন্ন ভুলভ্রান্তি চিহ্নিত করা হচ্ছে, যাতে আগামী তিন সিটি নির্বাচনে সেসব ভুল বা অনিয়মের পুনরাবৃত্তি না হয়। পরবর্তী তিনটি সিটি নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে তারা আশাবাদী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com