বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিজেদের মধ্যে আরও আলোচনার জন্য আগামী ২৭ জুন আবারও জোটের বৈঠক হবে।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে ১৬ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। বৃহস্পতিবার বিকেলে এসব মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেবেন এবং বিকেলে গুলশান কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেবেন বিএনপির নীতিনির্ধারকরা।
বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ ৩ সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা এবং জোটপ্রধান খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করেন ২০ দলীয় জোটের নেতারা।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থিতা বিষয়ে বৈঠকে উপস্থিত দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুল হালিম বলেন, জামায়াত সব সময় গণতন্ত্র ও জোটের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটবে না।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া বলেন, গাজীপুরসহ চার সিটি নির্বাচনে এককভাবে কাজ করবে ২০ দল। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে বিএনপির পাশে থাকার সিদ্ধান্ত হয়েছে। এ আন্দোলন ধীরে ধীরে বেগবান করার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, জাগপা সভাপতি রেহেনা প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ডেপুটি মেয়র খালেকুজ্জামান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com