তিন বছর পর ফিরল ভারতে পাচার হওয়া ১০ তরুণী

লেখক:
প্রকাশ: ৭ years ago

ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি তরুণীকে তিন বছর পর হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।  রবিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর  করেন।ফেরত আনা তরুণীরা হলেন- মাগুরার শ্রীপুর উপজেলার সোহাগী (২৩), রাজশাহীর বাগমারা উপজেলার পারুল আক্তার (৩০), যশোরের শার্শা উপজেলার র্ঝনা খাতুন (৩০) ও সহিরন খাতুন (২৬), ঝিকরগাছা উপজেলার রাশেদা বেগম (২৮), যশোর যদোর এলাকার আলেয়া বেগম (২৬), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নারগিস (২৫), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার শ্যামলী (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার মায়া দেবী মন্ডল (২২) ও শ্যামনগর উপজেলার নমিতা রানী (৩০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরির্দশক (এসআই) ফজলুর রহমান  জানান, ভালো কাজ দেয়ার কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত আনা হয়েছে।