সিলেটের কানাইঘাট সীমান্তে পড়ে থাকা দুই বাংলাদেশির মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার বিকেলে বিজিবি ও বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।
নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এড়ালিগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)।
গত বুধবার সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডনা মিকিরপাড়া এলাকায় লাশ দুটি পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ অথবা ভারতীয় অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে দু’জন মারা যেতে পারেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com