তাসকিন-সোহানের ফিরে আসার গল্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

ফাস্ট বোলার তাসকিন আহমেদ আর উইকেটকিপার কাম হার্ডহিটার নুরুল হাসান সোহান- বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটারের তালিকায় নাম আছে দুজনারই। কিন্তু ঠিক মত জ্বলে ওঠার আগেই দুজনার দলের বাইরে ছিটকে পড়া।

মাঝে মনে হচ্ছিলো, তাসকিন আর সোহান বুঝি কক্ষচ্যুত নক্ষত্র। কিন্তু না। হঠাৎ আবার পাদপ্রদীপের আলোয় দুই তরুণ। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় নিদাহাস ট্রফির দলে জায়গা পেয়েছেন দুজনই।

একদম বলা নেই, কওয়া নেই হুট করেই যে তাদের দুজনকে নেয়া হয়েছে, তাও ঠিক নয়। হঠাৎ বলাটাও ভুল। গত ২৪ ঘন্টায় শেরে বাংলার বাতাসে ভেসে উঠেছে তাসকিন ও সোহানের নাম। হঠাৎ কি বিবেচনায় আবার তাদের ফিরিয়ে আনা? তা জানতে রাজ্যের কৌতুহল চারিদিকে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বিকেলে দল ঘোষণার সময় সে ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। কেন, কি কারণে তারা আবার দ্রুতগতির বোলার তাসকিন আর কিপার কাম হার্ডহিটার সোহানকে আবার নেয়া হলো- তা জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সোহান ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। সেটা মাথায় রেখেছি আমরা। আর তাসকিন অধিনায়কের চয়েস ছিলো। যেহেতু প্রেমাদাসায় খেলা, বড় মাঠ। সেখানে যারা ভালো স্পিডে বল করতে পারে, শর্ট বল করার অভিজ্ঞতা আছে, তারা ভালো করার কথা। এ চিন্তা করেই তাকে নিয়েছি।’

প্রধান নির্বাচকের ওপরের ব্যাখ্যা শুনে মনে হবে, অধিনায়ক সাকিব আল হাসানের পছন্দের কারণেই আবার ফিরিয়ে আনা হয়েছে তাসকিনকে। ব্যাপারটা কি আসলেই ওমন? সাকিব চেয়েছেন বলেই কি আবারো দলে তাসকিন? এমন প্রশ্নর জবাবে মিনহাজুল আবেদিন বলে উঠলেন, ‘আমাদের সবার সম্মতিতেই এসেছে। আমাদের দেশে এখন যতো পেসার আছে, ওরই কিন্তু বেশি গতি। এটা কিন্তু মানতেই হবে। ওকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা আছে। টিম ওয়ার্কের মতো করে একজন খেলোয়াড়কে নেয়া হয়।’

তার মানে দুজনার বিষয়টা দু’রকম। সোহান প্রিমিয়ার লিগে ভাল খেলার পুরস্কার পেয়েছেন। আর তাসকিন আবার বিবেচনায় এসেছেন অধিনায়কের পছন্দ ও গত বছর শ্রীলঙ্কার মাটিতে ভালো বোলিংয়ের পূর্ব রেকর্ডের কারণে।

এদিকে ১৬ জনের দলে জায়গা হয়নি সিমিং অলরাউন্ডার সাইফউদ্দীনের। মাঝে প্রায় নিয়মিত হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষেও ব্যাট ও বল হাতে চরম ব্যর্থ সাইফউদ্দীন। প্রধান নির্বাচকের কথা শুনে মনে হচ্ছে, খারাপ পারফরমেন্সের কারণেই বাদ এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘গত সিরিজে তার পারফরম্যান্স চিন্তা করা হয়েছে। ম্যানেজমেন্ট ওর বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। এ কারণেই সে নেই।’

এদিকে অনেকেই ভেবেছিলেন, মোসাদ্দেক হোসেনকে আবার ফেরানো হবে। সেটা হয়নি। কারণটা কি? প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট, এই ব্যাটসম্যানের ফর্মে তারা সন্তুষ্ট নন, ‘মোসাদ্দেকের চোখে সমস্যা ছিলো। সেটা কাটিয়ে সে মাঠে ফিরেছে। কিন্তু আমাদের মনে হয়, সে এখনো স্ট্রাগল করছে। এ কারণেই ওকে কিছুদিন সময় দেয়া হয়েছে। ওকে নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে।’

সব মিলে যে দলটি দাঁড় করানো হয়েছে, তা কি নিদাহাস ট্রফিতে লড়াই করার মত? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক নান্নুর শোনালেন আশার বাণী, ‘আমি আশাবাদী। আশা করছি, এই দলটা ভালো করবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই দল প্রস্তুত করেছি।’