তাসকিনের অপরাজিত ১০০

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। চতুর্থ বাংলাদেশি পেসার হিসেবে দারুণ এই মাইলফলক ছুঁয়েছেন ডানহাতি এই পেসার।

সব মিলিয়ে অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন তাসকিন।

 

বাংলাদেশি বোলারদের মধ্যে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বাকি ৭ বোলার হলেন-সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন, মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ।

আজ বৃহস্পতিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮তম ওভারের শেষ করে চারিথ আশালঙ্কাকে বিহাইন্ড দ্য উইকেটে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন। এতেই সম্মানজনক এই মাইলফলক স্পর্শ করেন তাসকিন। এই লক্ষ্য অর্জন করতে সেনসেশনাল বোলার নামে এই পেসারকে খেলতে হয়েছে ৭২ ম্যাচ।

 

লঙ্কানদের বিপক্ষে আজ ২ উইকেট শিকার করেন তাসকিন।

বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি মাশরাফির। ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট তুলে নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক।

তবে ওয়ানডে ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে সবার শীর্ষে রয়েছেন সাকিব। ২৪৭ ম্যাচে ৩১৭ উইকেট নিজের থলিতে পুরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।