তাসকিনকে প্রশংসায় ভাসালেন সাকিব

:
: ২ years ago

১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের প্রত্যাশিত জয়ে বিশ্বকাপ শুরু করলো সাকিব আল হাসানের দল। ব্যাটসম্যানরা আশাহত করলেও ফাস্ট বোলাররা, বিশেষ করে তাসকিন আহমেদ সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন। দারুণ এই জয়ের পর ডানহাতি পেসারকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশের অধিনায়ক।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ ওভারে ৪৩ রান তুলে ভালো শুরু করেছিল বাংলাদেশ। ষষ্ঠ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। তারপর একের পর এক উইকেট হারাতে থাকা দলকে টেনে তোলেন আফিফ হোসেন, সঙ্গ দেন নুরুল হাসান সোহান। সর্বোচ্চ ৪৪ রানের এই জুটি ভাঙার পর শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২ চার ও ১ ছয়ে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

 

১৪৪ রানে থামতে হয় বাংলাদেশকে। স্কোরবোর্ডে এই রান নিয়ে সন্তুষ্ট ছিলেন না সাকিব। আরও ১০টি রান তার চাওয়া ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বললেন, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয় ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরেই খেলেছি, কিন্তু আমরা জয় পাইনি। আমার মনের মধ্যে সেটা ছিল। আমরা থেমে থেমে উইকেট হারালাম। এটা খুব অসুবিধায় ফেলেছিল। আমরা জানতাম ১৫৫ হতে পারে দারুণ সংগ্রহ, ১০টি রান কম ছিল আমাদের।’

প্রত্যাশিত রান না হলেও বাংলাদেশের জয় এসেছে, এজন্য সাকিব ফাস্ট বোলারদের কৃতিত্ব দিলেন নিঃসঙ্কোচে। বিশেষ করে তাসকিনের প্রশংসায় মাতলেন তিনি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী ডানহাতি পেসার। তাকে নিয়ে অধিনায়ক বললেন, ‘রান কম হলেও আমাদের পেসাররা যেভাবে বল করেছে, তা অসাধারণ। আমরা এখন ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি, সব ফরম্যাটেই। আমরা প্রতিভা খুঁজে পেয়েছি। হাসান নতুন, তাসকিন গত কয়েক বছরের চেয়ে উন্নতি করেছে। সে আমাদের জন্য একজন ভালো বোলার, তার অভিজ্ঞতা আছে এবং গতিও আছে।’

ইয়াসির আলী রাব্বির শুরুতেই দারুণ এক ক্যাচ নেন। একেবারে নিচু হয়ে আসা বলটি ধরে ফেলেন তিনি। এরপর আফিফ হোসেনের ক্ষিপ্র থ্রোয়িংয়ে ওপেনার ম্যাক্স ও’ডাউডকে রান আউট করেন সাকিব। একই ওভারে নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে টম কুপারকে রানআউট করে মাঠছাড়া করেন নুরুল হাসান সোহান।

 

দলের দারুণ ফিল্ডিংয়ে মুগ্ধ সাকিব সামনের দিনগুলোর জন্য আত্মবিশ্বাস পাচ্ছেন, ‘আমাদের দলের বেশিরভাগ ফিল্ডার চটপটে ও দ্রুত। আমাদের বিশ্বাস আছে যে আমরা ফিল্ডিংয়ে ৫-১০ রান বাঁচাতে পারি, যেটা বড় পার্থক্য তৈরি করতে পারে।’

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ধারা ধরে রেখে প্রোটিয়াদের বিপক্ষেও জিততে মুখিয়ে সাকিবের দল।