তাদের ‘নিয়তি’

:
: ৫ মাস আগে

সঞ্জীব দাস নির্মাণ করেছেন ‘নিয়তি’ শিরোনামে ধারাবাহিক নাটক। ড. শেখ মহ. রেজাউল ইসলাম রচিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পীরজাদা শহীদুল হারুন, ফারজানা আহসান মিহি, আশিক চৌধুরী, হান্নান শেলি, ড. শেখ মহ. রেজাউল, ড. মো. আবুল কালাম আজাদ, ড. মো. আমিনুর রহমান, শ্রাবন্তী সেলিনা, শেখ স্বপ্না, অপু আহমেদ, আফজাল কবির, জান্নাতুল শ্রাবন্তী, বিটলু শামীম, বাদল, সাব্বির, শিমুল, স্বর্না, অনিতা প্রমুখ। নাটকটি সপ্তাহের প্রতি শনি, রবি, সোমবার রাত সাড়ে ৯টায় একুশে টিভিতে প্রচার হচ্ছে।

 

নির্মাতা সঞ্জীব দাস বলেন, ড. শেখ মহ. রেজাউল ইসলাম সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব। তার লেখা নাটক আগেও আমি করেছি। মানুষের জীবনের সুখ-দুঃখ, চিন্তা-চেতনা বিশেষ করে গ্রামীণ জীবনের চরিত্রগুলো নিখুঁতভাবে তুলে ধরেন, যা সত্যি প্রশংসার দাবিদার।

‘‘নিয়তি’ নাটকের গল্প আমাদের সমাজের বাস্তবতা। এ নাটকে তুলে ধরা হয়েছে একটি গ্রামের মেয়ে কত প্রতিকূলতার মধ্য দিয়েও নিজেকে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেন। আশা করছি, নাটকটি দেখে দর্শকদের ভালো লাগবে। দর্শক এ নাটকে পরিপূর্ণ গ্রামীণ জীবন দেখতে পাবেন।’’ বলেন সঞ্জীব দাস।