 
     তাজমহলের রঙ পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। রঙ পরিবর্তন ঠেকাতে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতে বলেছেন আদালত। খবর বিবিসির।
তাজমহলের রঙ পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। রঙ পরিবর্তন ঠেকাতে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতে বলেছেন আদালত। খবর বিবিসির।
পরিবেশবাদীদের আবেদনের প্রেক্ষিতে তাজমহলের সাম্প্রতিক তোলা ছবি পরীক্ষা করে সুপ্রিম কোর্টের বিচারক মদন লোকুর এবং দীপন গুপ্তা সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সুপ্রিম কোর্ট বলেছেন, সপ্তদশ শতকে সাদা মার্বেল ও অন্যান্য উপাদান দিয়ে তাজমহল তৈরি করা হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এটি ধীরে ধীরে হলুদ হতে থাকে এবং বর্তমানে এটি বাদামী এবং সবুজ রঙ ধারণ করেছে। দুষণ, নির্মাণ এবং ক্ষতিকর পোকামাকড়ের কারণে তাজমহলের রঙ পরিবর্তিত হচ্ছে।
সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলেছেন, যদি আপনাদের বিশেষজ্ঞ থেকেও থাকে, তাহলেও আপনারা তাদের ব্যবহার করছেন না অথবা আপনারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।
আগামী ৯ মে এ বিষয়ে আবার শুনানি হবে আদালতে।
সরকার ইতোমধ্যে তাজমহলের কাছে হাজার হাজার কারখানা বন্ধ করে দিয়েছে। কিন্তু পরিবেশবাদীরা বলছেন, দূষণের কারণে তাজমহলের মার্বেল এখনও উজ্জ্বলতা হারাচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com