সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার পোর্ট এলিজাবেথে ৬ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন। তবে সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে তাইজুল দেড়শ উইকেট পেলেন।
সাকিব সবার আগে এই মাইলফলক ছুঁতে খেলেছিলেন ৪৩ ম্যাচ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের চেয়ে ৭ ম্যাচ কম খেলে তাইজুল এই রেকর্ড ছুঁয়ে ফেললেন। তাদের দুজনের পর উইকেট সংখ্যায় তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। তার উইকেট ১২৬টি। ১০০ উইকেট নিয়ে চারে আছেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম উইকেটে সেঞ্চুরি করা মোহাম্মদ রফিক।
২০১৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক তাইজুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনে প্রথম টেস্টেই ৫ উইকেট পেয়েছিলেন তিনি। দেশে কিংবা বাইরে বেশ সাফল্যের সঙ্গে এগিয়েছে তার ক্যারিয়ার।
৩৬ ম্যাচে ৬১ ইনিংসে তার বোলিং গড় ৩২.২১, ইকোনমি ৩.০৭। ৫ উইকেট পেয়েছেন ১০বার। ম্যাচে ১০ উইকেট আছে একবার। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় রয়েছে তার ফাইফারের রেকর্ড।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com