চীনের ছোড়া ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর দিয়ে গেছে। শুক্রবার চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তাইওয়ান সফর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাইওয়ানের আশেপাশে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে চীন।
চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মেং শিয়াংকিং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে জানিয়েছেন, বেইজিং যে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেটি তাইওয়ানের ওপর দিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রমাণ হলো।
তিনি বলেন, ‘আমাদের মহড়ায় লাইভ ফায়ারিং পরীক্ষা হচ্ছে এবং এই প্রথম এগুলো তাইওয়ান দ্বীপ অতিক্রম করলো।’
শিয়াংকিং জানান, যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো যেখানে মোতায়েন করেছিল তাইওয়ান সেসব এলাকার ওপর দিয়ে গেছে চীনা ক্ষেপণাস্ত্র।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সামরিক মহড়ার সময় শতাধিক যুদ্ধবিমান উড়েছে। এছাড়া ১০টি ডেস্ট্রয়ার ও ফ্রিগেট মহড়ায় অংশ নিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com