বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার তদন্ত দল বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেয়েছেন। যেমন-ব্যানক্রফট বল বিকৃত করার জন্য কী ব্যবহার করেছিলেন। বুদ্ধিটা ছিল কার, কে কে সমর্থন করেছিলেন ইত্যাদি। তদন্তে যে তথ্য পাওয়া যাবে তা ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশ করবে বলেও জানিয়েছিল। এবার জানালো সেসব প্রশ্নের উত্তর।
ক্যামেরন ব্যানক্রফট হলুদ যে জিনিসটি ট্রাউজারের ভেতর লুকিয়ে ফেলেছিলেন তা হদুদ টেপ না সিরিশ কাগজ এই প্রশ্ন ছিল অনেকের মনে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বেরিয়ে এসেছে, সেটি আসলে টেপ নয় সিরিশ কাগজ ছিল।
আর এই বুদ্ধি ফেঁদেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ব্যানক্রফটকে কাজটি করার দায়িত্ব দেন এবং কীভাবে করতে হবে কাজটা তার ছোট খাট একটি ট্রেনিংও দিয়ে দেন। আর এই পুরো ব্যাপারটায় সমর্থন ছিল অধিনায়ক স্মিথের। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির ২. ৩. ৫ নম্বর ধারা অনুযায়ী এই তিন ক্রিকেটারের মনোভাব ক্রিকেটীয় চেতনার পরিপন্থি। আর তাই তাদেরকে শাস্তিও দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
কিন্তু খেলার মধ্যে সিরিশ কাগজ ক্রিকেটাররা কোথায় পেলেন। এটা অবশ্য খুব জটিল বিষয় না। ক্রিকেটাররা তাদের ব্যাট পলিশ করার জন্য নিজেদের কাছে সিরিশ কাগজ রাখেন। সিরিশ কাগজ দিয়ে ব্যাট ঘষলে মসৃণ হয়। কিন্তু বলে ঘষলে হয় সেটা টেম্পারিং।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com