তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৯৫

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৬৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এদিন কোনো শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।

অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ১২৯, বরগুনায় ৭৮, পটুয়াখালীতে ১১৬, পিরোজপুরে ৭১, ঝালকাঠিতে ৪৬ ও বরিশালে ২৫৫ জন রয়েছেন।

এরফলে সোমবার (০৯ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় মোট ৫৫ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। যারমধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে।