নিবন্ধনের আবেদন করা যে সব অনলাইনের ব্যাপারে তথ্য-উপাত্ত পাওয়া যায়নি সেগুলোর ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘অনলাইন রেজিস্ট্রেশন একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেসব তথ্য-উপাত্ত দেয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে যেগুলো রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বিবেচিত তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। অনেকগুলো অনলাইনের ক্ষেত্রে দেখা গেছে তারা যেসব তথ্য-উপাত্ত দিয়েছে সেটি সঠিক নয়। অনেকগুলোর ক্ষেত্রে অফিসের ঠিকানায় অফিস পাওয়া যায়নি, আবার যে ওয়েবসাইট ডোমেইন দেয়া হয়েছে সেগুলো চালু থাকে না সেগুলোর যোগ্য বিবেচিত হয়নি। যোগ্য অনলাইনগুলোর তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল দ্বিতীয় দফায় দেশের প্রতিষ্ঠিত সবগুলো অনলাইন এ তালিকায় রয়েছে। কিছু কিছু হয়তো বাদ আছে তবে এটি অব্যাহত থাকবে কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। যে সব অনলাইনের ব্যাপারে তথ্য-উপাত্ত পাওয়া যায়নি সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে শিগগিরই।’
তিনি বলেন, ‘এ প্রক্রিয়া শেষ করার পর অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার পর কেউ অনলাইন প্রকাশ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। এখন যেমন কোনো একটি পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ছাড়পত্র নিতে হয় অনলাইনের ক্ষেত্রেও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর যারা আবেদন করেছে একই প্রক্রিয়ায় যেতে হবে। যে কেউ যেখানে বসে একটি অনলাইন পত্রিকা খুলে বসল, সেটি আসলে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পরিচালিত হয়, গুজব সৃষ্টির জন্য পরিচালিত হয় অথবা অনেক ক্ষেত্রে অসত্য সংবাদ দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করা হয় সেটি তো হতে দেয়া যায় না। আবার অনেকে অনলাইন খুলে সাংবাদিকতার কার্ড ধরিয়ে দেয়, তারা তো সাংবাদিক না। এখানে শৃঙ্খলা আনতে এ কাজ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কিছু অনলাইন এখনো নিবন্ধন তালিকায় স্থান পায়নি এটি সঠিক। আরও কিছুদিন পর যাচাই করে আরও কিছু ছাড়পত্র দেয়া হবে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com