ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

লেখক:
প্রকাশ: ৭ years ago

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. রাকিবুল হাসান রাকিব (২৬), মো. মাসুদ আলম মাসুদ (২৫), মো. আলী হোসেন শেখ আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী সিয়াম (২০)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাশ ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃতরা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। মাসুদ ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র। অপর তিনজন ছাত্র নন। তাদের মধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে হামলাকালে চুরি যাওয়া দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরেরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।