ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ বিভাগের মিলনায়তনে নবীণবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক আজীবনের। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানাই, একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে নবীন শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও শিক্ষা কাজে লাগিয়ে বিদায়ী শিক্ষার্থীরা স্ব স্ব কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
প্রাণিবিদ্যা বিভাগের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. শেফালী বেগম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা সভাপতিত্ব করেন। এ ছাড়াও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং সহযোগী অধ্যাপক ড. রিফাত সামাদ বক্তব্য রাখেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com