ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সামাদ

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক কবি সামাদকে উপ-উপাচার্য নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে সরকার।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছেন। তিনি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর উপ-উপাচার্য পদ থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর থেকে পদটি খালি ছিল।

সাহিত্যাঙ্গনে কবি ‘ম সামাদ’ নামে পরিচিত অধ্যাপক সামাদ জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’ (ইউআইটিএস)-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।