ঢাকা-১৯ঃ ইউপি চেয়ারম্যানের কাছে পরাজিত প্রতিমন্ত্রী এনামুর

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে চমক জাগিয়ে জয়লাভ করেছেন ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। তার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও ঈগল প্রতীকের তালুকদার তৌহিদ জং মুরাদ।

 

সংসদীয় ১৯২ আসনের সহকারী রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, ট্রাক প্রতীকে সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট।

ঢাকার সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত এই আসনে ২৯২ কেন্দ্রে ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৬৫০টি। ৪ হাজার ৯১টি বাতিলের পর বৈধ ভোট ছিল ২ লাখ ১৮ হাজার ৫৫৯টি।

 

দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনি এলাকায় কোথায় কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।

 

নির্বাচনের পুরো সময় ধরেই জাতীয় পর্যায়ে আলোচিত ছিল ঢাকা-১৯ আসন। দশ বছর রাজনীতিতে ফিরে চমক জাগিয়েছিলেন তালুকদার তৌহিদ জং মুরাদ। অনেকেই ধারণা করেছিলেন, স্বতন্ত্র মুরাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমানের। এমনকি, নৌকার পরাজয়ও ঘটতে পারে।

তবে ঘোষিত ফলাফলে দেখা যায়, ঈগল নয় বরং জয়লাভ করেছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ সদস্যের ভোটে আসা সাইফুল ইসলাম।

এ আসনের অপর প্রার্থীরা ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী আম প্রতীকে ৫৪১, গণফ্রন্টের নুরুল আমীন মাছ প্রতীকে ১১০, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান সোনালী আঁশ প্রতীকে ২৬৮, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঁঠাল প্রতীকে ১৮৭, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ডাব প্রতীকে ১৭৭, বিএনএমের সাইফুল ইসলাম নোঙ্গর প্রতীকে ১৩৭ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাস একতারা প্রতীকে ১৬৬ ভোট পেয়েছেন।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।