ঢাকা দক্ষিণে একদিনে টিকা নিলেন তিন লাখ ৬২ হাজার মানুষ

লেখক:
প্রকাশ: ৩ years ago

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গণটিকা কার্যক্রম। তিন লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও শনিবার (২৬ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন তিন লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

এদিন প্রতি ওয়ার্ডে ৯টি করে দক্ষিণ সিটির সর্বমোট ৬৭৫ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হওয়া আজকের এই কার্যক্রমে সর্বমোট তিন লাখ ৬১ হাজার ৭৯৬ জন টিকা নেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ হাজার ২৯৬ জন বেশি টিকা গ্রহণ করেছেন।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে রবি ও সোমবার (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) এ গণটিকা কার্যক্রম চলবে। এ দুদিন ওয়ার্ডে চাটি করে কেন্দ্র হিসেবে দক্ষিণ সিটির সর্বমোট ৩০০ কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।