ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী দিতে পারে জামায়াত

লেখক:
প্রকাশ: ৭ years ago

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী দিতে পারে জামায়াতে ইসলামী।  দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিনকে এ প্রার্থী করা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামীর এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামায়াতের ওই নেতা আরও জানান, ইতিমধ্যে সেলিম উদ্দিনের নাম প্রস্তাব করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি দলটির হাইকমান্ড।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করেন। পরদিন থেকে পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই সঙ্গে ৪ ডিসেম্বর মেয়রের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত মন্ত্রণালয়ের অনুরোধপত্র ইসি সচিবের কাছে পাঠানো হয়। ৯০ দিনের মধ্যে (২৮ ফেব্রুয়ারির মধ্যে) নির্বাচন করার আইনি বাধ্যবাধকতার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।