ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত বরিশালের খোকনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ years ago

রাজধানীর আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক হাবিবুর রহমান খোকন (৩০) নামের যুবক মারা গেছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যু হয় তার।

নিহতর খোকনের বাবা আকবর আলী জানান, তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার আটোয়া হাজিপাড়া গ্রামে। আগারগাঁও শহীদের টেক বস্তিতে স্ত্রী রোমেলা খাতুন ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি।

আকবর আলী আরো জানান, খোকন একটি বেসরকারি অফিসে চাকরি করতেন। বিকেলে খোকন এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

পরে তাঁর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়। স্থানীয়রা তাকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।