২২ মার্চ রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে ‘সিগনেচার অব রিদম’ শীর্ষক মেগা কনসার্ট। এ আয়োজনে ঢাকার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাবেন নগর বাউল জেমস, কলকাতার অনুপম রায় ও মোনালী ঠাকুর।
মঞ্চে আরও গান পরিবেনশন করবেন ব্যান্ডদল চিরকুট, সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস এবং তাসনিম আনিকা। রিং আইডি নিবেদিত বাণ্যিজিক এই মেগা কনসার্টের আয়োজক এডভারটাইজিং এজেন্সি এসকিউ মারকম লি:।
এ আয়োজন প্রসঙ্গে এসকিউ মারকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রনি বলেন, পুরোপুরি বাণ্যিজিক কনসার্ট এটি। টিকিটের বিনিময়ে এ আয়োজন উপভোগ করতে হবে দর্শক শ্রোতাদের। তবে বড় পরিসরে এই কনসার্টের লক্ষ্য হচ্ছে- যুব সমাজকে দেশিয় সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত করা। যুব সমাজ যেনো মাদকের দিকে না ঝুঁকে কিংবা মাদকাসক্ত না হয়। তাই এটাকে মাদক বিরুধী কনসার্টও বলতে পারেন।
২২ মার্চ সন্ধ্যা ৬টায় শূরু হবে অনুষ্ঠানটি। চলবে রাত ১০ পর্যন্ত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com