ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন

লেখক:
প্রকাশ: ৭ years ago

খালেদা জিয়ার মুক্তি দাবি এবং নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

মঙ্গলবার ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃত্বে প্রতি থানায় এ কর্মসূচি পালন করা হয়।

সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি আবুল হাসান তালুকদার ননী ও সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের নেতৃত্বে বিজয়নগরে মিছিল হয়।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক খতীবুর রহমান খোকনের নেতৃত্বে চকবাজার থানা বিএনপির একটি মিছিল ছোটকাটারা থেকে শুরু হয়ে চম্পাতলী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমামগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ইউনুস মৃধার নেতৃত্বে মিছিল হয় খিলগাঁওয়ে। কামরাঙ্গীরচর থানা বিএনপির নেতা হাজি মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে রসুলপুর রনি মার্কেটের সামনে মিছিলের প্রস্তুতির সময় পুলিশের লাঠিচার্জে চার-পাঁচ নেতাকর্মী আহত হন।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ও কদমতলী থানা বিএনপি সভাপতি হাজি মীর হোসেন মীরুর নেতৃত্বে জুরাইনে মিছিল হয়েছে। কোতেয়ালি থানা বিএনপির মিছিল বাবুবাজার থেকে শুরু হয়ে বাদামতলী ফল পট্টিতে গিয়ে শেষ হয়।

এ ছাড়া মহানগর দক্ষিণ বিএনপির অধীনে লালবাগ, হাজারীবাগ, মুগদা, পল্টন, নিউমার্কেট, সবুজবাগ, ডেমরা ও ধানমণ্ডি থানার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।

পল্লবী থানা বিএনপি একটি মিছিল ৬ নম্বর বাজার থেকে প্রশিকা পর্যন্ত গিয়ে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু ও এসএ খালেকের ছেলে সাইফ সিদ্দিক সাজুর নেতৃত্বেও মিছিল হয়। কাফরুল থানা বিএনপির মিছিল রোকেয়া সরণিতে অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি এবং সহসাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জাহান জাহান।

এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর, তুরাগ, বিমানবন্দর, শ্যামলী, রামপুরা, বাড্ডা, দক্ষিণখান, উত্তরখান এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা।

ঢাকা ছাড়াও এদিন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনা, নারায়ণগঞ্জ, পাবনাসহ সব বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে।

এর মধ্যে রংপুর ও পাবনায় বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে উভয় স্থানেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।