বিএনপি-জামায়াতের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ঢাকায় বিএনপির এক হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ১১ দিনে মামলা হয়েছে ১১৭টি।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।
তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর ৬৯৬, ২৯ অক্টোবর ২৫৬, ৩০ অক্টোবর ১৫৮, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬, ২ নভেম্বর ৬০, ৩ নভেম্বর ৫৮, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২, ৬ নভেম্বর ৮২ এবং সর্বশেষ ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মোট ১১ দিনে গ্রেপ্তারের সংখ্যা এক হাজার ৬৯৬ জন।
এ ছাড়া, গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৬টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২১টি, গুলশানে ১৩টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com