ঢাকাপ্রকাশ-এর বরিশাল ‘বিভাগীয় প্রতিনিধি’ হিসেবে নিয়োগ পেলেন সুকান্ত অপি

লেখক:
প্রকাশ: ৩ years ago

দেশের আট বিভাগের মধ্যে ছয়টিতে বিভাগীয় প্রতিনিধি নিয়োগ দিয়েছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ২৪ ডটকম। তার মধ্যে বরিশাল বিভাগীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছে সুকান্ত চন্দ্র হাওলাদার (সুকান্ত অপি)।

 

মঙ্গলবার (১ মার্চ) এ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে ঢাকাপ্রকাশ। পরে বুধবার (২ মার্চ) এক ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে নতুন নিয়োগ পাওয়াদের ঢাকাপ্রকাশ পরিবারে স্বাগত জানান সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক মোস্তফা কামাল।

 

জানা যায়, সুকান্ত অপি গত ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে আঞ্চলিক দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার অনলাইন বিভাগের দ্বায়িত্ব নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে পত্রিকাটি যুগ্মবার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। অন্যান্য পত্রিকার মধ্যে আঞ্চলিক দৈনিক দক্ষিণের খবর, অনলাইন নিউজ পোর্টাল বিজলী বার্তা, অনলাইন জাতীয় নিউজ পোর্টাল একুশের সংবাদে কাজ করেছেন।

 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটকের সংস্কৃতিকর্মী হিসেবে র্দীঘদিন ধরে যুক্ত আছেন। এছাড়া সামাজি ও স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজের হয়ে সমাজের বিভিন্ন অসহায় শিশুদের নিয়েও কাজ করেছেন তিনি। কবিতা লেখা ও আবৃত্তি, মঞ্চ নাটাক, টেলিভিশন নাটক, ফটোগ্রাফী ও সিটেমেটাগ্রাফীতেও বেশ ভূমিকা রয়েছে তার।

 

অন্যদিকে ইন্টার নিউজ, নিউজ নেটওয়ার্ক প্রতিষ্ঠাণের প্রযেক্ট ডিজিটাল সিকিউটিরি র্জানালিজম এর ট্রেইনার (ডিজিটাল সিকিউরিটি এক্সর্পাট) এবং এমআরডিআই’র তথ্য সচেতনকর্মী হিসেবে হিসেবে কাজ করছেন।

 

সুকান্ত অপি বলেন, ‘এখন পর্যন্ত বলার মত কিছুই অর্জন করতে পরিনি। যাত্রা সবে মাত্র শুরু হয়েছে। সকলে আর্শিবাদ করবেন। যেন গুরুজনদের বাক্য এবং আমার আদর্শ নিয়ে, আগামিতেও আপনাদের সঙ্গে হেসে খেলে বাঁচতে পারি।’

 

নিয়োগ পাওয়া বিভাগীয় প্রতিনিধিদের উদ্দেশে প্রধান সম্পাদক বলেন, ‘আপনাদের ওপর অনেক বড় দায়িত্ব। আশা করি, সেই দায়িত্ব পালনে যোগ্যতা ও নিষ্ঠার প্রমাণ দেবেন। কেননা, আমি মনে করি, আপনারা অনেক মেধাবী ও চৌকষ। আমাদের স্লোগান হচ্ছে, ‘সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি’ এই দিকটি বিবেচনায় রেখে আপনাদের কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে। সেইসঙ্গে ঢাকাপ্রকাশ-কে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

 

এদিকে অন্য পাঁচটি বিভাগের মধ্যে নিয়োগ পেয়েছেন- চট্টগ্রাম বিভাগে সাইফুদ্দিন তুহিন, সিলেট বিভাগে দেবব্রত রায় দিপন, খুলনা বিভাগে শেখ শান্ত ইসলাম, রংপুর বিভাগে গোলাম মোস্তফা আনছারী এবং ময়মনসিংহ বিভাগে কাউছার আহমেদ।