বরিশাল: ‘সত্যের সাথে সন্ধি’ শ্লোগান ধারণ করে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডটকম-এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বরিশাল নগরীর চৌমাথা তাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিতযশা সাংবাদিক ঢাকাপোস্ট ডটকম’র সম্পাদক মহিউদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন স্পেশাল করেসপন্ডেন্ট পার্থ সারথি দাস, যুগ্ম বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান, সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) তানভীর কবির, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকম এর ডিভিশনাল করেসপন্ডেন্ট তন্ময় দাস, দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খান মাইনউদ্দিন।
মতবিনিময় শেষে প্রধান ঢাকাপোস্ট ডটকম’র সম্পাদক মহিউদ্দিন সরকার বরিশাল নিজস্ব প্রতিবদেক সৈয়দ মেহেদী হাসান, বরগুনার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ, ঝালকাঠি জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি আবির হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি মহিব্ল্লুাহ চৌধুরী, ভোলা জেলা প্রতিনিধি রাকিব উদ্দিন অমি ও কলাপাড়া প্রতিনিধি কাজী সাঈদকে নিয়োগপত্র তুলে দেন। অতিথিবৃন্দ নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com