পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-৯ লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে লঞ্চটি ঘাট ত্যাগ করার পর পটুয়াখালী নদী বন্দর এলাকায় ডুবোচরে আটকে যায়। রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও লঞ্চটি ডুবোচরে আটকে রয়েছে।
লঞ্চে থাকা যাত্রী হাসান বলেন, আগামীকাল সকালে আমার চাকরির ইন্টারভিউ আছে। কিন্তু লঞ্চতো এখনও ডুবোচরে আটকে রয়েছে। এখন কী করব?
সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, বিকেল সোয়া ৫টার দিকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ঘাট ত্যাগ করি। এরপর থেকে এখন পর্যন্ত নদী বন্দর এলাকায় ডুবোচরে আটকে রয়েছি। জোয়ার আসলে লঞ্চ আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যেহেতু ঘাট কাছে কোনো সমস্যা নেই। লঞ্চের যাত্রীরা নিরাপদে আছেন।