ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এজন্য দুষ্কৃতকারীদের দায়ী করেছে কোম্পানিটি।
শনিবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ দুষ্কৃতকারীরা হ্যাক করেছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম উক্ত পেজটি পুনঃউদ্ধারে কাজ করছে।
পেজটি পুনঃউদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজে কোনও ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে বর্তমানে ওই পেজের যেকোনও পোস্ট এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
পেজটি উদ্ধারের পর সবাইকে অবহিত করা হবে বলে ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com