ডেমোক্র্যাট প্রেসিডেন্ট হলে অভিশংসন হতো

:
: ৬ years ago

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, হোয়াইট হাউসে এখন ডেমোক্র্যাট কোনো প্রেসিডেন্ট থাকলে নিশ্চিত অভিশংসন কার্যক্রম শুরু হয়ে যেত। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ আর বিশেষ কাউন্সিলের এমন গভীর তদন্ত থাকলে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের পরিস্থিতি ভিন্ন হতো।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ৩ জুন সিবিএস সানডে মর্নিং অনুষ্ঠানে বলেন, ‘আমি এখন কথার কথা বলছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই অবস্থায় যদি ডেমোক্র্যাট কোনো প্রেসিডেন্ট থাকত—আমার অভিজ্ঞতা বলে ওয়াশিংটনে এখনই অভিশংসন কার্যক্রম শুরু হয়ে যেত।’

পলিটিক্যাল থ্রিলার ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’-এর প্রচারণায় সিবিএস নিউজে জেমস প্যাটারসনের পাশে উপস্থিত ছিলেন বিল ক্লিনটন। তিনি বলেন, দেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

সাবেক এফবিআই পরিচালক রবার্ট ম্যুলারের নেতৃত্বে গঠিত কমিটির তদন্তে বিশেষ পরামর্শদাতা প্রতিষ্ঠানের ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজন নির্বাচনী প্রচারণা কর্মকর্তা, তিনটি প্রতিষ্ঠানসহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে প্রেসিডেন্ট ট্রামের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও রয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা লোকের নাম বিকৃত করে বলার সমালোচনা করেন বিল ক্লিনটন। ফ্লোরিডার সিনের মারকো রুবিও ‘লিটল মার্কো’ এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজকে ‘লিন টেড’, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনকে ‘লিটল রকেট ম্যান’, হিলারি ক্লিনটনকে ‘ক্রুক হিলারি’ বলে বিদ্রূপ করেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এসব মোটেই পছন্দ করিনি। ছোটবেলায় কাউকে এমন বিকৃত নামে যদি ডাকতামও, মা আমাকে দিনে পাঁচবার মুখে আঘাত করতেন।’

অভিশংসন-প্রক্রিয়ার সঙ্গে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৮ সালে হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে বিচার বাধাগ্রস্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও শুনানির পর অবশ্য তিনি শেষ রক্ষা পেয়েছিলেন। গত নির্বাচনে রাজনীতিতে নতুন আসা ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন। আমেরিকার রাজনীতিতে এখনো বিল ক্লিনটন জনপ্রিয় নাম। তিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক।