ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকা থেকে সোমবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি কক্সবাজারে এসে পৌঁছেছেন।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাজকুমারী ম্যারি এলিজাবেথকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন করমকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ম্যারি এলিজাবেথের ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেয়ার কথা রয়েছে। পরে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি সেখানে কয়েকজন রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা যায়।
রাজকুমারী ম্যারি এলিজাবেথ বুধবার (২৭ এপ্রিল) সকালে কক্সবাজার থেকে সাতক্ষীরা যাবেন। উপকূলীয় এই জেলার কুলতী গ্রামে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে রাজকুমারী কথা বলবেন। ওই জনপদ ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। ওইদিন রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ৫০ বছর বয়সী রাজকুমারীর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com