মানবিক বিবেচনায় ডেঙ্গু রোগীদের পাশে সার্বক্ষণিক থাকার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চত্বরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, কতিপয় চিকিৎসক ডেঙ্গুকে মহামারি হিসেবে ব্যবহার করে ব্যবসার চেষ্টা করছেন।
তথ্যমন্ত্রী বলেন, বেশির ভাগ চিকিৎসক মানবিক বিবেচনায় ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়িয়েছেন। তবে চিকিৎসকদের একটি মহল ডেঙ্গুকে মহামারি হিসেবে ব্যবহার করে ব্যবসার চেষ্টা করছে। এজন্য চিকিৎসক নেতাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। যাতে কেউ ডেঙ্গু ব্যবহার করে ব্যবসা করতে না পারেন। তিনি বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ইতিমধ্যেই জনগণের পাশে দাঁড়িয়েছে। ড. হাছান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। তবে প্রত্যেককেই নিজ নিজ বসতবাড়ির চত্বর ও আশপাশ এলাকা পরিচ্ছন্ন করতে হবে। পাশাপাশি মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে যাতে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার না ঘটে।
মশক নিধন অভিযানকালে তথ্য সচিব আবদুল মালেক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিমসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com