#

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি’র রেসিডেন্ট ডা. আসাদ শিকদার। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৭ অক্টোবর) সকালে এক শোকবার্তায় এ শোক জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, গতকাল রাতে ডা. আসাদ শিকদার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর কারণ সাসপেক্টেড ডেঙ্গু এনসেফালাইটিস। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোকাহত।

আরও বলা হয়, ডা. আসাদ ছিলেন ৩৩তম বিসিএসের চিকিৎসক। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এরপর ৩৩তম বিসিএসে যোগদান করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন