ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম আলোর সাংবাদিকের মৃত্যু

:
: ৩ years ago

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রথম আলোর সম্পাদনা সহকারী আবুল কালাম আজাদ বিপ্লব মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রথম আলোর ডেপুটি হেড অব রিপোর্টিং ইমাম হোসেন সাঈদ।

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর আবুল কালাম আজাদকে মঙ্গলবার সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর দুপুরে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি রাজধানীর জুরাইনের বাসিন্দা।

বুধবার সকালে তার মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

আবুল কালাম আজাদ মৃত্যুকালে বাবা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার এক ছেলে দশম শ্রেণি ও আরেক ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।