বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। পাশের দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে শ্রমিকদের বেতন কাঠামো কার্যকর করা হবে।’
বুধবার (১ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর নবদীগঞ্জে অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধু আওয়ামী লীগ সরকার পোশাক শ্রমিকদের নিয়ে ভেবেছে। শ্রমিকদের ২৫০০ টাকার বেতন আট থেকে দশ হাজার টাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিষয়ে তিনি আরও বলেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ে সরকার কাজ করছে। দেশের অস্থির নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে আরও এক মাস সময় লাগবে। এর মধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আলু আমদানিতেও তৎপর রয়েছে মন্ত্রণালয়।’
এ সময় অন্যদের মধ্যে অপু মুনশি ক্যানসার হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।