তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৭ এর খসড়া আজ সোমবার অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এ আইন অনুযায়ী হ্যাকিংয়ের সাজা হবে সাত বছর। ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ইলেক্ট্রনিক ও ওয়েব মাধ্যমে প্রচার করলে ১০ বছর জেল হবে। এ আইনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে প্রচারণা চালালে সাত বছরের সাজার বিধান রাখা হয়েছে।