ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানিমূলক মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাসহ ঢাকা ও চট্রগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তর প্রতিনিধি আবু জাফর এবং সেলিমুদ্দিনের মুক্তির দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।

আজ বৃস্পতিবার (৭ই মার্চ) বেলা ১২ টায় নগরীর প্রানকেন্দ্র বীরশ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক (সদর রোডে) এ কর্মসূচি পালন করেন তারা।

সাংবাদিক ইউনিয়ন বরিশাল কমিটির সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক হুমাউন কবীর, বরিশাল নিউজ এডিটরর্স কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী ও সাধারন সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল ফটো ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদার ও সাধারন সম্পাদক রাতুল আহমেদ।

কর্মসূচিতে বরিশালে কর্মরত জাতীয়, স্থানীয় প্রিন্ট মিডিয়াসহ ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ গ্রহণ করে।