ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার বিকেলে (১৪ মার্চ) ডিএমপির এক অফিস আদেশে বদলির এ নির্দেশ দেয়া হয়।
যাদের বদলি করা হলো তারা হলেন-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কাশেম মো. বাকীবিল্লাহকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, লালবাগ বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মইনউদ্দিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডিতে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডিতে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহমেদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুককে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগে।
এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুসরাত জাহান মুক্তাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রটেকশনে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইমে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।