ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কোটিপতি জাহিদ হাসান

লেখক:
প্রকাশ: ৫ years ago

নন্দিত অভিনেতা জাহিদ হাসান। গেল মাসের শেষদিকে নেপাল থেকে শুটিং করে অসুস্থ হয়ে ফিরেছেন। স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা করাতে হয়েছে। সুখবর হলো, সুস্থ হয়ে আবারও তিনি ফিরেছেন শুটিংয়ে।

শুটিংয়ে গেলেও অসুখ পিছু ছাড়ছে না এই অভিনেতার। আসছে রোজার ঈদ উপলক্ষে একটি সাত পর্বের ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এর নাম ‘ডায়াবেটিস’। আর নাটকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর চরিত্রটিও তারই।

আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এই নাটকের শুটিং শুরু হয়েছে ৭ মার্চ থেকে, শেষ হবে আজ। এখানে জাহিদ হাসানের বিপরীতে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে।

হাস্যরসে ভরপুর এই নাটকে আরও অভিনয় করবেন জামিল হোসেন, বড়দা মিঠু, শামীমা নাজনীন, পাভেলসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যাবে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন জাহিদ হাসান। তিনি ভিষণ ভড়কে যান এই খবর জানতে পেরে। হতাশা ঘিরে ধরে তাকে। কিন্তু গ্রামের গুগলম্যান খ্যাত জামিল এমন এক তথ্য দিলেন যা বদলে দিলো জাহিদ হাসানকে।

জামিল তাকে জানায়, ডায়াবেটিস হলো কোটিপতিদের রোগ। এরপর জাহিদের মধ্যে ভর করে কোটিপতিদের আচরণ। একের পর এক ঘটতে থাকবে অদ্ভুত সব ঘটনা।