নোয়াখালী শহরের মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৫ এপ্রিল) নবজাতকটি উদ্ধার হয়।
আল-রাজী হাসপাতালের সুপারভাইজার মো.আনোয়ার বলেন, আল-রাজী ও পার্শ্ববর্তী জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থান থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার হয়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসেন হাসপাতালে। আমরা নবজাতককে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। শিশুটি সুস্থ আছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযাগ করছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com