জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন (২৩)।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ঢাবির বিজয় একাত্তর হলের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শামীম তার জিডিতে বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। আমার নির্বাচনী প্রচারণার মূল বিষয় হলো- ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফরম তৈরি করা, যা লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে।”
তিনি বলেন, “এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে শাহবাগ থানাধীন ঢাবি এলাকায় অবস্থান করাকালে অনলাইন ও অফলাইনে বিভিন্নভাবে আমাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই প্রপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগ করা হচ্ছে।”
তিনি আরো বলেন, “এর ফলে আমার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে, নির্বাচনের আগে এবং পরে আমার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার আশঙ্কা করছি। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।”