২০১৬ সালে শুরু হয়েছিল সৈকত নাসিরের পাষাণ ছবির শুটিং। ছবির সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে গেল মাসে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় অ্যাকশন ঘরানার এই ছবিটি। এবার প্রকাশ হলো ছবিটির ট্রেলার।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। ২ মিনিটের ট্রেলারে দেখা যায় বেশ মারকাট উত্তেজনা।
এই ছবিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ওম। ছবিতে একজন মেধাবী সাংবাদিক চরিত্রে দেখা যাবে মিমকে। এর আগে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হলে বেশ প্রশংসিত হয়। ট্রেলারে ওম হাজির হয়েছেন অ্যাকশান নিয়ে আর মিম ছড়িয়েছেন গ্ল্যামারের উষ্ণতা।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ছবির ফার্স্ট লুক প্রকাশ করার পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি দর্শকরা এই ছবিটিকেও সাদরে গ্রহণ করবেন।’ আগামী ২২ মার্চ ছবিটি সারাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।
মিম ও ওম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।